ব্রেকিং নিউজ
রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন ঢাকায় মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহারে গুনতে হবে টাকা দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫/১১/২০২৩, ৯:৫৬:২৮ AM

নান্দাইলে শ্বশুর বাড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (৩৫)। সে একই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

ময়মনসিংহের নান্দাইলে শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (৩৫)। সে একই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
নিহতের বড়ভাই দ্বীন ইসলাম ও চাচাতো ভগ্নীপতি মোতালেব জানান, বিয়ের পর থেকেই তাসলিমাকে ছোটখাটো বিষয় নিয়েই  নানান ধরণের শারীরিক ও মানসিক  নির্যাতন করতো। এসব বিষয় নিয়ে একাধিক বার গ্রাম্য শালিস দরবার হয়েছে।

দ্বীন ইসলাম আরও বলেন, আমার বোন মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে। এখানে এসে জানাতে পারি গত তিনদিন আমার বোনের সাথে তার স্বামী শ্বশুর শাশুড়ি ঝগড়া চলছিল। আজ সকালের দিকে তারা সবাই মিলে নির্যাতন করে হত্যা করে  মুখে ইঁদুরের বিষ ঢেলে হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করে। এরপর  আমাদের খবর দেওয়া হয়েছে। প্রায় বছর ধরেই তারা আমার বোনকে নির্যাতন করেছে অবশেষে মেরেই ফেলল। দ্বীন ইসলাম আরও বলেন। আমি আমার বোন হত্যার বিচার চাই তার স্বামী শ্বশুর শাশুড়ি দেবরের নামে হত্যা দায়ের করব।

এবিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।